আমার কাছে রাজনীতির মানে যেরকম

রাজনীতি মানে

আমার কাছে রাজনীতির মানে যেরকম

*রাজনীতি মানে আমার কাছে ক্ষমতা দখল বা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মিছিল-মিটিং করা নয়। আমার কাছে রাজনীতির মানে হচ্ছে, জনগনের অধিকার আদায়ের জন্য কথা ও বলা চেষ্টা করা।

*আমি মনে করি, রাজনীতিবিদদের কাজ হল, ভবিষ্যতে দেশের মানুষ কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে চিন্তা-পরিকল্পনা করা ও কথা বলা। ইতিহাস ও অতীত অবদান নিয়ে বিতর্ক কিংবা আদর্শভিত্তিক রাজনীতির আলাপ আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। রাজনীতি হবে শুধুই দেশের মানুষের সুন্দর ভবিষ্যতের জন্য। নিজেকে মহান প্রচারের জন্য কিংবা আদর্শ প্রচারের জন্য নয়।

*আমি মনে করি, নির্দিষ্ট কাজের লক্ষ্য নিয়ে রাজনীতি করা উচিৎ প্রতিটি মানুষের।

আমার লক্ষ্যটা কী?

কোন কাজগুলো করার জন্য আমি রাজনীতি করতে চাই?

অনেকগুলো কাজের পরিকল্পনা মাথায় ঘুরে।

উল্লেখযোগ্য স্বপ্ন ও পরিকল্পনা পয়েন্ট আঁকারে তুলে ধরলাম নিচে।

১. সকলের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা।

২. দুর্নীতি দমন।

৩. শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা।

৪. সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

৫. বিচার ব্যবস্থায় দ্রুততা ও স্বচ্ছতা আনা।

৬. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সর্বসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা।

৭. গ্রামাঞ্চলেও নাগরিকসেবা নিশ্চিত করা এবং কর্মসস্থান তৈরি করা, যেন ঢাকা ও অন্যান্য জেলা শহরে মানুষের চাপ কমে আসে।

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!