আল্লাহ্‌ তা’য়ালার নাম নিয়ে শুরু করছি…

আল্লাহ্‌

আল্লাহ্‌ তা’য়ালার নাম নিয়ে শুরু করছি…

হে প্রভু, তুমি এতই মহান!

রয়েছে তোমার এত শান!

যদি সমুদ্র হয় কালি,

লিখতে লিখতে হয়ে যাবে খালি।

তবু শেষ হবে না তোমার গুণগান।

আমরা হৃদয়ে ভাবি যাই যত,

তুমি থাকো সে ব্যাপারে সদা অবগত।

এ পৃথিবী চলে শুধু তোমার ইচ্ছাতে।

সব ক্ষমতা শুধু তোমার-ই হাতে।

তাই তো তোমার গান গাই অবিরত।


হাদীস শরীফে এসেছে যে, كُلُّ أمْرٍ ذِيْ بَالٍ لَا يُبْدَأُ فِيْهِ بِـــ: الْحَمْدُ لِلَّه فَهُوَ أقْطُع ( প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসার সাথে আরম্ভ না করলে অসম্পূর্ণ থেকে যায়। )

তাই, প্রথম লেখাটি আল্লাহ্‌ তা’য়ালার প্রশংসা দিয়ে শুরু করলাম, যেন তিনি আমার কাজে পূর্ণতা দান করেন।


যে আয়াতে কারীমাসমূহের অর্থের দিকে লক্ষ্য রেখে কবিতাটি লিখেছিলাম, সেগুলো পরবর্তী লাইনসমূহে উল্লেখ করা হল।

قُلۡ لَّوۡ کَانَ الۡبَحۡرُ مِدَادًا لِّکَلِمٰتِ رَبِّیۡ لَنَفِدَ الۡبَحۡرُ قَبۡلَ اَنۡ تَنۡفَدَ کَلِمٰتُ رَبِّیۡ وَ لَوۡ جِئۡنَا بِمِثۡلِهٖ مَدَدًا 

(হে নবী) আপনি বলুন, ‘সমুদ্রগুলো যদি আমার প্রতিপালকের কথা লেখার জন্য কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের (প্রশংসামূলক) কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র অবশ্যই নিঃশেষ হয়ে যাবে, আমি যদি এর সাহায্যের জন্য আরো অনুরূপ পরিমাণ সমুদ্র নিয়ে আসি তবুও।’ (সূরা কাহফ – ১০৯)

رَبَّنَاۤ اِنَّکَ تَعۡلَمُ مَا نُخۡفِیۡ وَ مَا نُعۡلِنُ ؕ وَ مَا یَخۡفٰی عَلَی اللّٰهِ مِنۡ شَیۡءٍ فِی الۡاَرۡضِ وَ لَا فِی السَّمَآءِ

হে আমাদের রব, নিশ্চয় আপনি জানেন, যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি, আর কোন কিছু আল্লাহর নিকট গোপন নেই, না যমীনে না আসমানে। (সূরা ইবরাহীম– ৩৮)

اِنَّ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ اخۡتِلَافِ الَّیۡلِ وَ النَّهَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الۡاَلۡبَابِ *  الَّذِیۡنَ یَذۡکُرُوۡنَ اللّٰهَ قِیٰمًا وَّ قُعُوۡدًا وَّ عَلٰی جُنُوۡبِهِمۡ وَ یَتَفَکَّرُوۡنَ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ۚ رَبَّنَا مَا خَلَقۡتَ هٰذَا بَاطِلًا ۚ سُبۡحٰنَکَ فَقِنَا عَذَابَ النَّارِ

নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য বহু নির্দশন * যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ ও যমীনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। (বলে) ‘হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তুমি পবিত্র মহান। সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা কর’। (সূরা আলে-ইমরান ১৯০-১৯১)

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!