– আচ্ছা, ছেলেটা তো আগে আপনাদের ঐখানে পড়েছিল, তাই না?
– জি।
– সে আমাদের এখানে ভর্তি হতে চায়। যেহেতু আপনি তার অতীত সম্পর্কে জানেন, তাই আপনার কাছেই জানতে চাইছি, তার ভর্তি নেওয়া উচিৎ হবে কিনা। যাকে তাকে ভর্তি করে পরিবেশ নষ্ট করতে চাই না।
– নিতে পারেন। ছেলেটা মেধাবী। আদবও আছে। তবে আমাদের এখানে পড়ার সময় সে একটা অন্যায় করেছিল। বয়সের কারণে যেটা করে আরকি।
-একটা অন্যায় সারাজীবনের গতিপথ নির্ধারণ করে দিতে পারে না। যদি না সে অন্যায়টা বারবার করে। আর ছাত্র বেয়াদব না হলেই হল। মেধা যত কমই থাকুক না কেন, তৈরি করে নিতে পারব ইনশাল্লাহ।
-ভর্তি নেওয়ার সময় বলে দিয়েন, তোমার একটা অন্যায়ের কথা জানি। ভবিষ্যতে যেন কখনো এমন না শুনি।
-আমি যে তার অন্যায় সম্পর্কে জানি, সেটা কখনোই প্রকাশ করব না। বরং তাকে বুঝাব যে, তাকে আমি অনেক ভালো জানি। আমাকে দেখানোর জন্য হলেও সে আমার সামনে ভালো থাকার চেষ্টা করবে। এভাবে বাহ্যিকভাবে ভালো ভালো থাকতে একসময় তার ভিতরটাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ্।
Facebook Comments