তালিকার শুরুতেই ভূমিকা হিসেবে কয়েকটি কথা বলে নিচ্ছি।
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জলঘোলা কম হয়নি। রাজনৈতিক দলগুলো সবসময় অভিযোগ করেছে যে, বিপক্ষের দল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে।
এখন কোন ইতিহাস সঠিক? আমরা যারা মুক্তিযুদ্ধের দুই-তিন যুগ পরে জন্ম নিয়েছি, তারা কীভাবে সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারব?
আমার মনে হয়, যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন, তাদের লিখিত বইগুলোতেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাওয়া যাবে। প্রতিজনের কথা হয়তো শতভাগ ঠিক হবে না। কিন্তু ভিন্ন ভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক দলের কয়েকজন মুক্তিযোদ্ধার বই যদি একত্রে সামনে রাখি, তাহলে আশা করি, একটি সঠিক চিত্র আমাদের সামনে ফুটে ওঠবে।
দ্বিতীয় কথা হলো, বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা ৭১-এর যুদ্ধে অংশ নিয়েছেন। তাদের সবার বইয়ের নামের তালিকা করা এবং সেগুলো এক কপি করে হলেও সংরক্ষণ করা জরুরী। কিন্তু আমার একার পক্ষে সেটা প্রায় অসম্ভবের মতো। এদিকে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মাত্র ৬৭৬ জন। আমি চিন্তা করলাম যে, শুধুমাত্র পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বইয়ের তালিকা চাইলেই তৈরি করা সম্ভব। সেই হিসেবে আমি ‘বীর উত্তম’ পদকপ্রাপ্তদের বইয়ের তালিকাটি তৈরি করেছি। যদিও মর্যাদার বিবেচনায় উচিৎ ছিল, প্রথমে বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের বইয়ের তালিকা করা। কিন্তু তাঁরা সকলেই মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়ে যান। তাই মুক্তিযুদ্ধ নিয়ে তাদের লিখিত কোনো বই আছে বলে আমার মনে হয় না।
আর সর্বশেষ এই তালিকা নিয়ে বলি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে বীর উত্তমদের তালিকা যে ক্রমধারায় প্রকাশিত হয়েছে, সেই ক্রমধারা অনুযায়ী আমি তালিকাটিতে বীর উত্তম মুক্তিযোদ্ধাদের নাম উল্লেখ করেছি।
প্রতি জনের বইয়ের নাম তাঁর নামের পরে প্রথম বন্ধনীর ভিতর উল্লেখ করা হয়েছে। যাদের লিখিত বই নেই বা যাদের বইয়ের নাম আমি আমার চেষ্টায় সংগ্রহ করতে সক্ষম হইনি, তাঁদের নামের পরে থাকা বন্ধনীটি ফাঁকা রাখা হয়েছে।
১. এম এ রব ()
২. কে এম সফিউল্লাহ (Bangladesh At War, 15th August a National Tragedy)
৩. জিয়াউর রহমান (আমার রাজনীতির রূপরেখা)
৪. চিত্ত রঞ্জন দত্ত ()
৫ কাজী নূরুজ্জামান (একাত্তরের মুক্তিযুদ্ধ : একজন সেক্টর কমান্ডারের স্মৃতিকথা, স্বদেশ চিন্তা, বাংলাদেশের সমাজ ও রাজনীতি, মুক্তিযোদ্ধা ও রাজনীতি)
৬. মীর শওকত আলী (The Evidence)
৭. খালেদ মোশাররফ ()
৮. মোহাম্মাদ আব্দুল মঞ্জুর ()
৯. আবু তাহের ()
১০. এ জে এম আমিনুল হক ()
১১. এ এন এম নূরুজ্জামান ()
১২. রফিকুল ইসলাম (লক্ষ প্রাণের বিনিময়ে, মুক্তির সোপানতলে)
১৩. আবদুস সালেক চৌধুরী ()
১৪. খাজা নিজাম উদ্দীন ()
১৫. হারুন আহমেদ চৌধুরী ()
১৬. এ টি এম হায়দার ()
১৭. এম এ গাফফার হালদার ()
১৮. শরিফুল হক ডালিম (যা দেখেছি যা বুঝেছি যা করেছি, কিছু কথা কিছু ব্যাথা, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসঃ ৭ই নভেম্বর ১৯৭৫ এবং অব্যাহতি আইনসমূহ)
১৯. শাহজাহান ওমর ()
২০. মাহবুবুর রহমান ()
২১. জিয়াউদ্দীন (মুক্তিযুদ্ধে সুন্দরবনের উন্মাতাল দিনগুলি)
২২. আফতাব কাদের ()
২৩. মাহবুবুর রহমান ()
২৪. সালাহ উদ্দীন মমতাজ ()
২৫. আজিজুর রহমান ()
২৭. এস এম ইমদাদুল হক ()
২৮. মোহাম্মাদ আনোয়ার হোসেন ()
২৯. আবু মুইন মোহাম্মাদ সামাদ ()
৩০. আফতাব আলী ()
৩১. বেলায়েত আহমেদ ()
৩২. মঈনুল হোসেন ()
৩৩. হাবিবুর রহমান ()
৩৪. শাহ আলম ()
৩৫. মোহাম্মদ নুরুল আমিন ()
৩৬. নাসির উদ্দিন ()
৩৭. আবদুল মান্নান ()
৩৮. আবদুল লতিফ ()
৩৯. আবদুস সাত্তার ()
৪০. নূরুল হক ()
৪১. শামসুজ্জামান ()
৪২. সাফিল মিয়া ()
৪৩. ফজলুর রহমান খন্দকার ()
৪৪. মজিবুর রহমান ()
৪৫. শফিকউদ্দিন চৌধুরী ()
৪৬. আবু তালেব ()
৪৭. সালাউদ্দীন আহমেদ ()
৪৮. আনোয়ার হোসেন ()
৪৯. এরশাদ আলী ()
৫০. মোজাহার ()
৫১. জালাল উদ্দীন (মুক্তিযুদ্ধে নৌ সেনানী)
৫২. আফজাল মিয়া ()
৫৩. বদিউল আলম ()
৫৪. সিরাজুল ইসলাম মাওলা ()
৫৫. আব্দুল ওয়াহেদ চৌধুরী ()
৫৬. মতিউর রহমান ()
৫৭. শাহ আলম ()
৫৮. এ কে খন্দকার (মুক্তিযুদ্ধের পূর্বাপর, ১৯৭১ঃ ভেতরে বাহিরে)
৫৯. এম কে বাশার ()
৬০. সুলতান মাহমুদ ()
৬১. শামসুল আলম ()
৬২. বদরুল আলম ()
৬৩. লিয়াকত আলী খান ()
৬৪. শাহাবুদ্দীন ()
৬৫. আকরাম আহমেদ ()
৬৬. শরফুদ্দীন ()
৬৭. এম এইচ সিদ্দীকি ()
৬৮. কাদের সিদ্দীকি ( পিতা-পুত্র, স্বাধীনতা ৭১, মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর জনযুদ্ধ, না বলা কথা, স্মৃতিময় দিনগুলি, বজ্রকথন, তারা আমার বড় ভাই-বোন, মওলানা ভাসানীকে যেমন দেখেছি, মেঘে ঢাকা তারা)
(সমাপ্ত)
আমি সাধ্যমতো চেষ্টা করেছি এই তালিকাটিতে সবার বইয়ের নাম অন্তর্ভুক্ত করতে এবং তালিকাটি নির্ভুল করতে। তারপরেও ভুল থেকে যেতে পারে। ভুল থাকলে ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল।
মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের ওয়েবসাইটর এই পাতা ১৬/১২/২০২০ সালে বীর উত্তমদের তালিকাটি সংগ্রহ করেছি।
আর বইয়ের তালিকা আমি নিজে বিভিন্ন অফলাইনে ও অনলাইনে বিভিন্ন বই ও পেপারের সাহায্য নিয়ে তৈরি করেছি।
ভালো থাকুক বাংলাদেশ।
Facebook Comments