মাঝে মাঝেই বাঁধনহারা হয়ে যেতে ইচ্ছে হয়…

তামীম

মাঝে মাঝেই বাঁধনহারা হয়ে যেতে ইচ্ছে হয়…

মাঝেমাঝেই বাঁধনহারা হয়ে যেতে ইচ্চে হয়। বিশেষকরে যখন কোন বড় রাজনৈতিক আয়োজন চোখে পড়ে। মনে চায়, সব ভুলে গিয়ে রাজনীতির মাঠে নেমে পড়ি। স্বপ্নপূরণের কাজে নেমে পড়ি।

কিন্তু না।

একটি প্রশ্নের মুখে এসে থামতে হয় আমাকে।

আমি কেন রাজনীতি করতে চাই?

আমার জীবনের মূল লক্ষ্য মানুষের উপকার করা। যত বেশী মানুষের উপকার করা যায়। যত বেশী উপকার করা যায়। আর অনেক পড়াশুনা ও বাস্তবতা দেখার পর আমার উপলব্ধি, রাজনীতির মাধ্যমেই মানুষের সবচেয়ে বেশী উপকার করা সম্ভব। যদি সেই রাজনীতি করা হয় সৎ উদ্দেশ্যে এবং সৎভাবে।

কিন্তু আমার জীবনের মূল লক্ষ্য তো মানুষের উপকার করা। রাজনীতি একটা মাধ্যম। এখন আমি যদি সেই মাধ্যম এখনই গ্রহণ করতে চাই, তাহলে এমন অনেক মাধ্যম আমার থেকে হারিয়ে যাবে, যেগুলো ব্যবহার করে আমি এখনই অনেক মানুষের উপকার করতে পারি।

এখন যেই মাধ্যম ব্যবহার মানুষের উপকার করার সুযোগ আছে, আমি এখন সেই মাধ্যমই ব্যবহার করব। যদিও আমার মন সারাক্ষণ পড়ে থাকে মানুষের উপকার করার সবচেয়ে বড় মাধ্যম ‘রাজনীতির’ দিকে।

রাজনীতি আমি করব। অবশ্যই করব। একটি সুখি বাংলাদেশ, সুন্দর ভবিষ্যতের জন্য আমি রাজনীতি করবই ইনশাআল্লাহ্‌। আর তাতে জড়িয়ে পড়ার পূর্বে করব সেই কাজগুলো যেগুলো অনেক মানুষের উপকারে আসবে। তারপর রাজনীতি করতে গেলে আমার মনে কোন খারাপ লাগা আসবে না। আমি জানব, একটি সুন্দর ও সুখি বাংলাদেশের জন্য যদি আমি মারাও যাই, কোন ক্ষতি নেই। কারণ, রাজনীতি করা ছাড়া মানুষের যতটা উপকার করা আমার পক্ষে সম্ভব ছিল, ততটাই আমি করে এসেছি।

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!