যেমন একটি দলের হয়ে আমি রাজনীতি করতে চাই

আমার রাজনীতি

যেমন একটি দলের হয়ে আমি রাজনীতি করতে চাই

‘রাজনীতি করে ক্ষমতায় যেতে চাই’

এ কথা বলা ব্যক্তিকে কি খুব বেশী দোষ দেওয়া যায়?

জনসেবা যে দল করতে চায়, সে দলকে তো অবশ্যই ক্ষমতায় যেতে হবে। কারণ, জনসেবা সে তখনই সবচেয়ে বেশী করতে পারবে যখন তার হাতে ক্ষমতা থাকবে।

কিন্তু

হ্যাঁ, একটা কিন্তু আছে।

ক্ষমতায় যাওয়া একটি রাজনৈতিক মূল লক্ষ্য হতে পারে কিন্তু একমাত্র লক্ষ্য হতে পারে না। যদি সেই রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য হয় জনসেবা আর নাগরিক অধিকার নিশ্চিত করা।

এই যে নাগরিক অধিকারের কথা বললাম। কত জন মানুষ জানে এই অধিকারের কথা? রাষ্ট্র থেকে সে কী পাবে এবং রাষ্ট্রের প্রতি তার কর্তব্য কী হবে?

আমি এমন একটি রাজনৈতিক দলের হয়ে কাজের স্বপ্ন দেখি, যারা নাগরিকদের অধিকার ও কর্তব্য তাদের জানাতে চায়। নিশ্চিত করতে চায় তাদের নাগরিক অধিকার।

সচেতন করে সামাজিক অন্যায় ও দুর্নীতি সম্পর্কে। ‘দুর্নীতি করব না এবং করতেও দিব না’ এমন লক্ষ্য নিয়ে যারা অগ্রসর হয়।

যারা জনসেবা করতে চায়, জনপ্রিয়তা পেতে চায় কিন্তু জনপ্রিয়তার লোভে পড়ে নীতিভ্রষ্ট হয় না। হুজুগে ওঠা জনদাবীর সাথে তাল মিলায় না। যেমন, ধর্ষকের ক্রসফায়ারের দাবীতে এরা যোগ দেয় না। জনগণকে বুঝায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে। বুঝায়, বিচারবহির্ভূত হত্যা বেড়ে যাওয়ার ভয়াবহ পরিণাম।

যারা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করে না। কোন ধর্ম, দেশ, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় না।

মানুষকে ভালোবেসেই তারা রাজনীতি করে যায়। প্রতিপক্ষ ক্ষমতাসীন দলের সাথেও রাখে সুসম্পর্ক। ক্ষমতাসীন দল কিভাবে আরও সুন্দরভাবে জনসেবা করতে পারে, সে বিষয়ে তাদের পরামর্শ দেয়।

যে রাজনৈতিক দলে থাকে একদল স্বপ্নবাজ মানুষ। দেশের ভবিষ্যৎ নিয়ে যারা গবেষণা করে। কিভাবে দেশ আরও উন্নত হবে? স্বনির্ভর হবে? ভবিষ্যৎ নাগরিকদের জীবনধারণ সহজ হবে?

কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের নিয়ে আয়োজন করে প্রতিযোগিতার। জানতে চায়, দেশ নিয়ে তাদের ভাবনা। বুঝায়, তারাই এ দেশের ভবিষ্যৎ। তাদেরকে ভাবতে দেশের কথা, দশের কথা।

এরকম একটি রাজনৈতিক দল কি পাব কখনো?

এরকম একটি রাজনৈতিক দলের কর্মী হয়ে আমার যে রাজনীতি করতে খুব ইচ্ছে করে।

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!