স্বপ্ন থেকেই বাস্তব

স্বপ্ন থেকেই বাস্তব

স্বপ্ন থেকেই বাস্তব,
স্বপ্ন থেকে হয় সব।
স্বপ্ন ছাড়া সুন্দর আগামী
কীকরে সম্ভব?


স্বপ্ন দেখো, স্বপ্ন লেখো, স্বপ্নগুলো দাও ছড়িয়ে,
স্বপ্ন পুরণ করে দেশকে সমৃদ্ধিতে দাও ভরিয়ে।।


সান্তনার ভাষা উন্নয়নশীল
মোদের জন্য আর নয়,
উন্নত বিশ্বের পথপ্রদর্শক
হবে মোদের পরিচয়।
রাখবো অবদান জ্ঞান ও বিজ্ঞানে
বিশ্ব মানবতায়,
গড়ব সুন্দর পৃথিবী আগামির
হৃদয়ের বিশালতায়।


স্বপ্ন দেখো, স্বপ্ন লেখো, স্বপ্নগুলো দাও ছড়িয়ে,
স্বপ্ন পুরণ করে দেশকে সমৃদ্ধিতে দাও ভরিয়ে।।


অন্নহীনের ক্ষুধার জ্বালা
থাকবে নাকো আর,
সবাই পাবে সমানভাবে
বেচেঁ থাকার অধিকার।
ঘুচে যাবে সাদা-কালো
ধনি-গরিব ব্যবাধান।
করবে না কেউ অবহেলা,
দিবে শ্রমের সন্মান।


স্বপ্ন দেখো, স্বপ্ন লেখো, স্বপ্নগুলো দাও ছড়িয়ে,
স্বপ্ন পুরণ করে দেশকে সমৃদ্ধিতে দাও ভরিয়ে।


ভিন্নমতে দেখাব সন্মান,
রাখবো সম্প্রিতি।
স্বার্থ ভুলে, সবাই মিলে
রুখবো দূর্নীতি।
সততা, দেশপ্রেম, ধৈর্য নিয়ে
দেশটাকে মোরা গড়ব।
স্বপ্ন শুধু রবে না স্বপ্ন
ঠিকই পুরণ করব। 


স্বপ্ন দেখো, স্বপ্ন লেখো, স্বপ্নগুলো দাও ছড়িয়ে,
স্বপ্ন পুরণ করে দেশকে সমৃদ্ধিতে দাও ভরিয়ে।

২০১২ সালে আমার এসএসসি পরীক্ষার পর অবসর সময়ে লিখেছিলাম।

দেশ নিয়ে নিয়ে আমি যত গান-কবিতা লিখেছি, তার মধ্যে সবচেয়ে প্রিয় হল এটি।

আমি কী উদ্দেশ্য সামনে রেখে রাজনীতি করতে চাই, সেগুলোই তুলে ধরেছি এই গানে।

সাইফুল্লাহ তামীম

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!