Alternative Education (বিকল্প শিক্ষা)

Alternative Education (বিকল্প শিক্ষা)

Alternative Education বা বিকল্প শিক্ষা। বাংলাদেশি মুসলিম জাতি সম্প্রদায়ের শিক্ষার মানোয়ন্নের লক্ষ্যে একটা প্রস্তাবিত শিক্ষানীতি। ধার্মিক মুসলিম ও যুগের প্রয়োজনে দক্ষ ও যোগ্য ব্যক্তি গড়ে তুলাই এই শিক্ষানীতির উদ্দেশ্য। সেই সাথে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষাব্যবস্থাকে আনন্দময় ও সহজ হিসেবে গড়ে তুলাও এই শিক্ষানীতির অন্যতম উদ্দেশ্য।

 

এই শিক্ষানীতির প্রয়োজনীয়তা কী?

বাংলাদেশে বিদ্যমান শিক্ষাব্যবস্থায় কয়েকটি ধারায় পরিচালিত হয়ে চলছে। বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল। আলিয়া ও কওমী মাদরাসা। মূলত চারটি ধারাতেই চলছে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষাখাত। যা উপরের দিকে ওঠে আরও কয়েকটি ধারায় ভাগ হয়ে যায়। প্রাথমিক ও মাধ্যমিকের এই চারটি ধারার প্রতিটিতেই একটি অপূর্ণতা লক্ষ্য করা যায়। আর তা হল, যেকোনো একটি ধারার শিক্ষার্থী অন্য ধারার অনেক বিষয়ের শিক্ষালাভ থেকে বঞ্চিত হয়। ফলে একদিকে যেমন কিছু শিক্ষার্থী ধার্মিক মুসলিম হওয়ার সুযোগ হারায়। অপরদিকে কিছু শিক্ষার্থী বঞ্চিত হয়, সমাজ ও যুগের জন্য প্রয়োজনীয় শিক্ষা থেকে। তাই প্রয়োজন এমন শিক্ষানীতির, যার সাহায্যে তৈরি শিক্ষার্থীরা এই অপূর্ণতা থেকে মুক্তি পাবে।

 

কাদের জন্য এই শিক্ষানীতি?

ভূমিকাতে যেমনটি উল্লেখ করা হয়েছে যে, এই শিক্ষানীতিটি বাংলাদেশি মুসলিম জাতি সম্প্রদায়ের শিক্ষার মানোয়ন্নের লক্ষ্যে একটা প্রস্তাবিত শিক্ষানীতি। অর্থাৎ, প্রতিটি বাংলাদেশি মুসলিমকে এই শিক্ষানীতির সাথে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে।

তবে তারা মূলত দুই ভাবে এই শিক্ষানীতির সাথে সম্পৃক্ত হবে।

এই শিক্ষানীতিতে পরিচালিত প্রতিষ্ঠানে ভর্তি হয়ে।

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!