যন্তর মন্তর। নয়াদিল্লির একটি বিশেষ এলাকা। সারা বছরই যেখানে চলে আন্দোলন, চলে মিছিল-মিটিং, সমাবেশ। যেমন এক সময় এদেশে চলতো (ঐতিহাসিক) পল্টন ময়দানে বা এখনো কিছুটা চলে জাতীয় প্রেসক্লাবের সামনে। তবে দিল্লির এই যন্তর মন্তরে এক সময় দেখা হত গ্রহ-নক্ষত্রের পথচলা। নির্ণয় করা হত সময়। কিন্তু কে জানতো, এখানে শুরু হওয়া এক আন্দোলনের সূত্র ধরেই বদলে […]