বয়স ১৬ ছিল মেয়েটির। হয়ত ভেবেছিল, তার সুখের দিন আসলো বলে। কেনই বা ভাববে না? প্রিয়তম মানুষের সাথে থাকবে। তার হাসিকান্নার সাথী হবে। পরস্পর খুনসুটিতে কাটবে তাদের সারাবেলা। এর চেয়ে সুখের কী-ই-বা থাকতে পারে? তাই যখন তাকে বলা হল, তুমি ঘর ছেড়ে আসো আমার জন্য, সে আর একমুহূর্তও দেরী করেনি। নিজের ভবিষ্যতের সুখের কথা ভেবে […]