আমরা যে যতটুকুই পড়াশুনা করেছি, সব কী আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পেরেছি? যেমন উপপাদ্য-সম্পাদ্য, ত্রিকোণমিতি, কৃষিশিক্ষা কিংবা বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাবজেক্টের মধ্যে আমরা যেই বিষয়গুলো পড়েছি। অথবা মাদ্রাসার ক্ষেত্রেও এই যে প্রাচীন কালের যুক্তিবিদ্যার কিতাবগুলো পড়ছি। এরকম প্রায় সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করা যায় যে, এগুলো শিখে জীবনে কাজে লাগাতে পারলাম তো? যারা শিক্ষকতা […]